ক্যাটাগরি

আইডিএলসি ছাড়লেন আরিফ খান

কারণ হিসেবে তিনি বলেছেন, এখন তিনি উদ্যোক্তা হতে চান।

আরিফ খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক
বছর তো চাকরি করলাম। এবার নিজে উদ্যোক্তা হতে চাই।”

২০১৬ সালের মার্চে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে কমিশনারের
দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আরিফ খান আইডিএলসিতে যোগ দিয়েছিলেন।

তার আগে পাঁচ বছর বিএসইসিতে কমিশনার পদে ছিলেন তিনি। স্বাস্থ্যগত
কারণ দেখিয়ে তিনি ওই পদ ছেড়েছিলেন।

বিএসইসিতে যোগ দেওয়ার আগে আরিফ খান আইডিএলসি ফিন্যান্সের উপ-ব্যবস্থাপনা
পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন
করেন।

তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস
অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতির দায়িত্বেও পালন করেছেন।

আরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে
পড়াশোনা করেন। পরে আইবিএ থেকে এমবিএ করেন।