ক্যাটাগরি

আয়োজক হতে পারল না বসুন্ধরা কিংস, এএফসি কাপ মালদ্বীপে

আগামী ১৪ মে শুরু
হবে গ্রুপ পর্ব। এএফসি সোমবার ‘ডি’ গ্রুপের ভেন্যু হিসেবে ঘোষণা করেছে মালদ্বীপের রাজধানী
মালের রাশমি ধান্দু স্টেডিয়ামের নাম।

গ্রুপ পর্বে বসুন্ধরা
কিংসের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান, মাজিয়া স্পোর্টস ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী
দল।

প্রাণঘাতী করোনাভাইরাসের
কারণে ২০২০ সালের এএফসি কাপ বাতিল করে দিয়েছিল এএফসি। সেবার নিজেদের প্রথম ম্যাচে টিসি
স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস।

দেশের আরেক দল আবাহনী
লিমিটেডকে গ্রুপ পর্বে খেলতে হলে পার হতে হবে প্লে-অফের বৈতরণী। দক্ষিণ এশিয়া জোনে
ভুটানের থিম্পু সিটি ও মালদ্বীপের ঈগলস ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ১৪ এপ্রিল প্রথম
ম্যাচ খেলবে মারিও লেমোসের দল।

নেপাল আর্মি ক্লাব
ও শ্রীলঙ্কা পুলিশের মধ্যে জয়ী দলের বিপক্ষে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে খেলবে
ভারতের বেঙ্গালুরু এফসি। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে পরের প্লে-অফ খেলতে হবে আবাহনীকে।

মালদ্বীপে খেলা
হওয়ায় মাজিয়া স্পোর্টসকেও বাড়তি সমীহ করছেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুসন।

“ভেবেছিলাম গ্রুপের শীর্ষস্থানের জন্য লড়াইটা হবে কিংস
ও ভারতের দলটির মধ্যে। কিন্তু এখন মালদ্বীপ আয়োজক হওয়ায় মাজিয়াকেও হিসেবের মধ্যে রাখতে
হবে। কারণ তারা হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলবে।”

“দক্ষিণ এশিয়ার কোনো দলের চেয়ে আমরা পিছিয়ে নেই। আমরা
গ্রুপের তিনটি ম্যাচই তিনটি ফাইনাল হিসেবে খেলব। কারণ গ্রুপ থেকে মাত্র একটি দল পরের
ধাপে যাবে। তাই কোনো ভুল করার সুযোগ নেই। জানি কাজটা কঠিন ও চ্যালেঞ্জিং। তবে আমাদের
ভালো সুযোগ আছে।”

আগামী ১৪ মে গ্রুপের
প্রথম ম্যাচে বসন্ধুরা কিংস খেলবে স্বাগতিক মাজিয়ার বিপক্ষে। ১৭ মে তাদের প্রতিপক্ষ
প্লে-অফের বিজয়ী দল। আর ২০ মে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের দল মোহনবাগান।