ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা সোমবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানিয়েছে, তাদের এ ক্যাম্পেইনের স্লোগান ঠিক করা হয়েছে ‘সম্পদের উৎকর্ষ, প্রযুক্তির সাথে বন্ধুত্ব, ইসলামী ব্যাংক সর্বত্র’।
মুনিরুল মওলা অনুষ্ঠানে বলেন, “সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবিরাম অবদান রেখে যাচ্ছে ইসলামী ব্যাংক।”
তিনি বলেন, এক লাখ ২১ হাজার কোটি টাকা আমানতসহ সকল সূচকে ইসলামী ব্যাংক এখন দেশের ‘শীর্ষ ব্যাংক’।
ব্যাংকের ‘অ্যাসেট কোয়ালিটির’ উন্নয়ন এবং ডিজিটাল সেবাগুলোর ব্যাপক প্রসারে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান তিনি।
উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান এবং উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।
এছাড়া উপ ব্যবস্থাপনা পরিচালক জেকিউএম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, এএএম হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমির প্রিন্সিপাল এসএম রবিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।