সোমবার কর্ণফুলী থানার ইছানগরে মর্টার শেলটি ধ্বংস করে সেনাবাহিনীর একটি
দল।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার
রাতে কর্ণফুলী এলাকার এক ভাঙারি দোকানি ৯৯৯ নম্বরে ফোন করে মর্টার শেলটির সংবাদ দেয়।
পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
“মর্টার শেলটির ওজন ৩৫ কেজি এবং লম্বায় তিন ফুট। জব্দ করার পর রোববার নগর
পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের পক্ষে
সেটি নিষ্ক্রিয় করা সম্ভব নয় বলে জানায়। তখন সেনাবাহনীকে বিষয়টি জানানো হয়। সোমবার
সকালে সেনাবাহিনীর একটি দল ইছানগর বালুর মাঠে মর্টার সেলটি নিষ্ক্রিয় করে।”
ওসির ধারণা মর্টার শেলটি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের। ওই সময় থেকে সেটি
নদীতে পড়ে ছিল।