শনিবার রাতে উপজেলার
কোকডহড়া ইউনিয়নের দত্ত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী (১৬) বল্লা
করোনেশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী; তাদের বাড়ি উপজেলার কোকডহড়া ইউনিয়নের
দত্ত গ্রামে।
এই ঘটনায় মেয়েটির মা
বাদী হয়ে রোববার কালিহাতী থানায় মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা
হয়, শনিবার রাত ৮টার দিকে মেয়েটিকে কেউ মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। ঘরের সামনে বের
হওয়ার পর তার গলা, হাত ও পেটে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা উদ্ধার করে
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ওসি
সওগাতুল আলম বলেন, নিহতের মা বাদী হয়ে রোববার বিকালে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে
একটি হত্যা মামলা দায়ের করেছেন। কী কারণে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু
জানা যায়নি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
ময়নাতদন্ত শেষে আজ
রোববার বিকালে বাড়ি নিয়ে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে বলে ওসি জানান।
কোকডহড়া ইউপি চেয়ারম্যান
নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এমন ঘটনা মেনে নেওয়া যায় না। দ্রুততম সময়ে সঠিক তদন্ত
করে অপরাধীদের গ্রেপ্তিার ও ফাঁসির দাবি করছি।”