তার চাচা মনজুরুল ইসলাম জানান,
অষ্টম শ্রেণি পড়ুয়া রবি গত
১৪ ফেব্রুয়ারি দুপুরে
‘অভিমান করে’ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি।
রবির বাবা তহিদুল ইসলাম টনকু গত ২০ ফেব্রুয়ারি ফুলবাড়ি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
মনজুরুল বলেন, “পরিচিত
সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও রবিকে পাওয়া যায়নি। এর আগে সে কখনও এভাবে বাড়ির বাইরে ছিল না। তাই তাকে নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন।”
কেউ ছেলেটির সন্ধান জানতে পারলে ০১৭৭৬৯২৯৯২৫ নম্বরে
যোগাযোগ করার অনুরোধ করেন মনজুরুল।