নিহত আব্দুল হক (৮০) সাতকানিয়া উপজেলার কেঁউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রোববার রাতে বাড়ির ভেতরে মাথায় ধারালো অস্ত্রের
আঘাতে তাকে হত্যা করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকালে
তার বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করে বলে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত
পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. জাকারিয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
আব্দুল হকের মাথার পেছনে বাঁ দিকে ধারালো অস্ত্রের আঘাতের জখম দেখা গেছে। আর বাঁ
চোখ ছিল ফোলা, বাঁ হাতেও ঘষা লাগার চিহ্ন ছিল।
“আব্দুল হক ও তার পরিবারের
সদস্যরা বাড়িতে এবং চট্টগ্রাম শহরে আসা যাওয়ার মধ্যে থাকেন। গত রাতে তিনি আর একজন
কেয়ারটেকার বাড়িতে ছিলেন। কাজের বুয়া প্রতিদিনের মত রান্না করে রাত ১১টার দিকে নিজের
বাসায় চলে যায়।”
গভীর রাতেও আব্দুল হক মোবাইলে
তার ছেলের সাথে কথা বলেছিলেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সকালে কাজের বুয়া
বাড়িতে এসে কেয়ারটেকারকে মুখ ও পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। আর কেয়ারটেকার বলেছে,
চার থেকে পাঁচ জন লোক রাতে এসে মারধর করে তার পা ও মুখ বেঁধে আটকে রেখে বাসায়
প্রবেশ করে।”
কেয়ার টেকারকে হাসপাতালে চিকিৎসা
দেওয়া হচ্ছে জানিয়ে জাকারিয়া বলেন, “সেখান থেকে ছাড়া পেলে তাকে জিজ্ঞাসাবাদ করা
হবে।”
তিনি জানান, ঘরের ভেতর কিছু
জিনিসপত্র এলোমেলো ছিল। পরিবারের সদস্যরা যাচাই করার পর বোঝা যাবে, কিছু খোয়া গেছে
কিনা।