ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটে বাস বন্ধ

সোমবার
সকাল থেকে বাস বন্ধ থাকলেও কী কারণে বন্ধ হয়েছে তা স্পষ্ট করেনি মালিক সমিতি কিংবা
পুলিশ।

বাস শ্রমিক
ও ভোগান্তির শিকার বাস যাত্রীরা জানান, ভোর থেকে যথারীতি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী
আন্তজেলা সার্ভিসের বেশ কিছু বাস ছেড়ে যায়। কিন্তু সকাল ৮ টার দিকে শহরের বিশ্বরোড
মোড়ে চেক পোস্ট বসায় পুলিশ। এরপরই পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল।

চাঁপাইনবাবগঞ্জ
থেকে ঢাকাগামী বাসও বন্ধ হয়ে যায় বলে জানান তারা।

ঢাকা বাস
স্ট্যান্ডের দেশ কাউন্টারের ম্যানেজার শরিফুল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী কয়েকটি গাড়ি
ছেড়ে গেছে। তবে সকাল ৮টার পর শহরের বিশ্বরোড মোড় থেকে পুলিশ বাস ফেরত পাঠিয়েছে।

জেলা বাস
মালিক সমিতির সভাপতি এ কে এম লুৎফর রহমান ফিরোজ বলেন, “বাস আমরাই বন্ধ করে দিয়েছি।
তবে এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

চাঁপাইনবাগঞ্জ
পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বলেন, “সামনে শ্রমিকদের নির্বাচন। তাই তারা বিশ্রামের
জন্য বাস চলাচল বন্ধ রেখেছে।”

চাঁপাইনবাবগঞ্জের
নাচোল উপজেলার শিল্পী আখতার (৩৫) বলেন, তিনি নাচোল থেকে অটোরিকশাযোগে মহানন্দা বাসস্ট্যান্ডে
এসে দেখেন গাড়ি বন্ধ। তিনি জরুরি প্রয়োজনে রাজশাহী যাওয়ার জন্য এসে ভোগান্তিতে পড়েন।

তার মত
অনেককেই দেখা গেছে এমন ভোগান্তিতে পড়তে। অনেকেই জরুরি প্রয়োজনের কারণে ব্যাটারিচালিত
গাড়িতে যেতে বাধ্য হন।