ক্যাটাগরি

ছাড়পত্র পেল ‘চন্দ্রাবতী কথা’, মুক্তি ঈদের পর

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ছবিটিতে সেন্সর সনদ দেওয়া হয়েছে।

ষোড়শ শতকের নারী কবি চন্দ্রাবতীকে নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলরুবা দোয়েল।

অন্যান্য চরিত্রে রয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে।

সরকারি অনুদানের পাশাপাশি ছবিটি প্রযোজনায় যুক্ত হয়েছে ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশন্স।

ছবিটি ঈদুল ফিতরের সপ্তাহ দুয়েক পর মুক্তির পরিকল্পনার কথা জানালেন নির্মাতা রাশেদ।

এর আগে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।

ছবির সংগীতায়োজন করেছেন কলকাতার লোকসংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ছবির দৃশ্যধারণ হয়েছে চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে।