ক্যাটাগরি

ঝিনাইদহে ভটভটি উল্টে তরুণ নিহত

নিহত জিলহাস হোসেন (২০) উপজেলার নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।

নরেন্দ্রপুর এলাকায়  সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান।

তিনি বলেন, জিলহাস ভটভটি চালিয়ে জেলা শহর থেকে নরেন্দ্রপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে  উল্টে গেলে আহত হন জিলহাস। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।