তথ্যমন্ত্রী হাছান
মাহমুদ সোমবার সচিবালয়ে এক মত বিনিময় অনুষ্ঠানে সাংবদিকদের প্রশ্নের জবাবে এ কথ্য জানান।
তিনি বলেন, স্বাধীনতার
পর তথ্য মন্ত্রণালয়ের নাম ছিল ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। এখন আবার সেই নামে ফিরে
যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
এর পক্ষে যুক্তি দিয়ে
মন্ত্রী বলেন, “সম্প্রচারের বিষয়টি এ মন্ত্রণালয়ই দেখে। এখন যেমন তথ্য মন্ত্রণালয়,
তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আছে, এতে করে হচ্ছে কি, নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে। এক
মন্ত্রণালয়ের চিঠি অন্য মন্ত্রণালয়ে চলে যাচ্ছে।
“আগে সম্প্রচারের বিষয়টি
সীমিত ছিল, এখন সম্প্রচারের বিষয়টি ব্যাপক। টেলিভিশন রেডিও অনলাইনসহ নানাভাবে সম্প্রচার
হচ্ছে। সে কারণে এ নাম পরিবর্তনের উদ্যেগ নেওয়া হয়েছে।”
তবে বিষয়টি এখনো চূড়ান্ত
হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এটি মন্ত্রিসভায় পাস হতে হবে, প্রধানমন্ত্রীর অনুমোদন
লাগবে, সর্বশেষ রাষ্ট্রপতিরও অনুমোদন লাগবে। এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সিনেমা হল নির্মাণ
ও সংস্কারে ব্যাংক ঋণ চালু করায় চলচ্চিত্র প্রদর্শক সমিতি এদিন তথ্যমন্ত্রীকে ধন্যবাদ
জানায়। সে উপলক্ষেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, চলচ্চিত্র
শিল্পের জন্য বিশেষ তহবিল ছাড়ের পর অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল আগামী এক বছরের
মধ্যে চালু হবে এবং নতুন সিনেমা হল তৈরি হবে বলে তিনি আশা করছেন।
“চলচ্চিত্র প্রদর্শন
শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এর
ফলে সিনেমা অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসবে। এখানে অনেকেই বিনিয়োগ করবে।”
মন্ত্রী বলেন, “আশা
করি যে এটি হলে অনেক বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু হবে। বেশির ভাগ সিনেমা হলের আধুনিকায়ন
প্রয়োজন, কারণ মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে। তার সাথে খাপ খাইয়ে সিনেমা হল সাজাতে
হবে। তা না হলে মানুষ যাবে না। সুতরাং আধুনিকায়নের জন্য এ ঋণ সুবিধা কাজে লাগবে।
এ তহবিল থেকে শুধু
তারাই ঋণ পাবেন, যারা সিনেমা হল সংস্কার করতে চান, বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে
চান, অথবা নতুন সিনেমা হল নির্মাণ করতে চান। কোনো মার্কেটের ভেতরে সিনেপ্লেক্স করতে
চাইলেও ঋণ পাওয়া যাবে বলে জানান মন্ত্রী।