সোমবার সকালে উপজেলার দারিয়াপুর গ্রামে নবগঙ্গা নদীর পাশে বুড়ির ঘাট এলাকায় লাশটি পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে পিবিআই ও সিআইডিকে খবর দিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বলেন, যেখানে লাশ পড়েছিল তার কাছে একটি ভাঙা মোবাইল ফোন (সিম ছাড়া), তাস ও এক জোড়া জুতা পাওয়া গেছে।
“আগুনে পোড়ানো বিকৃত চেহারার লাশটি স্থানীয় কেউ দেখে শনাক্ত করতে পারেনি। এলাকাবাসীর ধারণা জুয়া খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে।”
অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম আরও জানান, দগ্ধ লাশটি একজন পুরুষের। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি জানা সম্ভব হয়নি। বিষয়টির তদন্তে ইতোমধ্যেই পুলিশের বিভিন্ন বিভাগ কাজ শুরু করেছে।