ক্যাটাগরি

ধুনটে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, কলেজছাত্র গ্রেপ্তার

ধুনট থানার ওসি কৃপা
সিন্ধু বালা জানান, রোববার মধ্যরাতে বগুড়া আজিজুল হক কলেজ এলাকায় বন্ধন ছাত্রাবাস
থেকে তাকে গ্রেপ্তার করে ধুনট থানায় আনা হয়। সোমবার দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতে 
পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আকাশ খান ফারুক
(২৫) উপজেলার মোহনপুর দক্ষিণ পাড়ার আমির হোসেন মাস্টারের ছেলে। তিনি বগুড়া 
সরকারি আজিজুল হক কলেজের স্নাতকের শিক্ষার্থী।

এর আগে রোববার সন্ধ্রায়
ওই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন
মেয়েটির বাবা। 

মামলার নথি থেকে জানা যায়,
উপজেলার কান্তনগর চরপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় কান্তনগর উচ্চ বিদ্যালয়ের
দশম শ্রেণির এই শিক্ষার্থীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেইসবুকে আকাশের পরিচয় হয়। পরবর্তীতে
বিয়ের প্রলোভনে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আকাশ। 

অভিযোগে বলা হয়, গত শনিবার
রাতে মেয়েটির মা-বাবাসহ পরিবারের লোকজন বাড়ির অদূরে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে গেলে মেয়েটি
বাড়িতে একা ছিলেন। এই সুযোগে বিয়ের কথা বলে আকাশ তাকে তার বাড়ি নিয়ে ধর্ষণ করেন।

“এই সময় মেয়েটি বিয়ের জন্য
চাপ দিলে আকাশ ভয়ভীতি দেখিয়ে তাকে মধ্যরাতে তার বাড়ি পৌঁছে দেন।” 

ওসি কৃপা সিন্ধু বালা
বলেন, স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বগুড়া আদালতে স্থুলছাত্রীর জবানবন্দি রেকর্ড করা
হবে।

আকাশকে গ্রেপ্তারের পর সোমবার
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।