সোমবার বিকেলে বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে পুলিশ সুপার মারুফ হাসান জানান, বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের
সাকরাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পে ভাংচুরের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তারের পর
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি সোমবার ভোরে আশ্রয়ণ প্রকল্পে
নির্মাণাধীন ঘরের র ৩৪টি পিলার পিলার ভাঙা অবস্থায় দেখতে পান শ্রমিকরা।
এ ঘটনায় স্থানীয় সুমন কাজীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি
করে মামলা করেন চাখার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বাদশা মিয়া।
গ্রেপ্তাররা হলেন, চাখার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য
দীপু দত্ত (৮৭), আশ্রয়ণ প্রকল্পের ঠিকাদার খুলনার ডুমুরিয়া উপজেলার বাহির আকড়া
এলাকার রাম প্রসাদ মন্ডল (৩৩), নির্মাণ শ্রমিক খুলনার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া
গ্রামের ইমরান সিকদার (২৭), মিশকাত মোল্লা (২৭) এবং নড়াইলের কালিয়া উপজেলার জামরুল
ডাঙ্গা গ্রামের সাদিক শেখ (৩২)।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মামলার সূত্র ধরে পুলিশ
তদন্তে নেমে পুলিশ জানতে পারে-সাকরাল গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া
সম্পর্ক গড়ে ওঠে আশ্রয়ণ প্রকল্পে কর্মরত ইমদাদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের।
২১ ফেব্রুয়ারি রাতে প্রবাসীর বাড়ির পাশের বাগানে ওই নারীর
সাথে দেখা করতে যান ইমদাদুল ইসলাম।
এ ঘটনার জেরে তাকে মারধর করে সুমন কাজীসহ ২/৩ জন। এ নিয়ে
সুমনের সাথে স্থানীয় ইউপি সদস্য দীপু দত্তের তর্ক হয়।
এর জেরে এবং নির্মাণ শ্রমিকের পরকীয়ার বিষয়টি ধামাচাপা
দিতে ঘর ভাংচুরের পরিকল্পনা করেন ইউপি সদস্য দীপু দত্ত এবং ঠিকাদার রাম প্রসাদ মন্ডল।
তাদের নির্দেশে গভীর রাতে শ্রমিক ইমরান সিকদার, সাদিক শেখ ও মিশকাত মোল্লা ঘরের
পিলার ভাংচুর করেন বলেন এসপি।