ক্যাটাগরি

পাটুরিয়ায় ফেরি থেকে ট্রাক নদীতে, চালক নিহত

নিহত মাসুদ রানা (৩২) সাতক্ষীরার কলারোয়া উপজেলার
চান্দা গ্রামের শামসুল ইসলামের ছেলে।

পাটুরিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে রোববার রাত ১১টার
দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য)
সালাম মিয়া জানান।

তিনি বলেন, ট্রাকটা ফেরিতে ওঠার সময় চালক
নিয়ন্ত্রণ হারান। ট্রাক ফেরি থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। চালক মাসুদ ট্রাকের
ভেতরে আটকা পড়েন। রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাকের ভেতর থেকে
লাশ উদ্ধার করেন।

ট্রাকে চালকের সহকারী থাকলেও তিনি লাফিয়ে নদী পড়ে
তীরে ফিরতে পেরেছেন বলে জানান ব্যবস্থাপক সালাম।

পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. লিটন মিয়া
বলেন, লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।