ক্যাটাগরি

বাংলাদেশের গণমাধ্যমে মনোযোগ থাকে: দোরাইস্বামী

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি
সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দুই দেশের সম্পর্কের পথচলায় আপনাদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ
থাকবে। আমরা আপনাদের গণমাধ্যমে সর্বোচ্চ মনোযোগ দিই; বাংলাদেশের সক্রিয়, মুক্ত, বর্ণিল
ও উচ্চকণ্ঠ গণমাধ্যমের প্রতি।”

প্রেস ক্লাবের তৃতীয় তলায় নবসজ্জিত মিডিয়া
সেন্টারের উদ্বোধন শেষে বক্তব্য দেন ভারতীয় হাই কমিশনার।

দুই দেশের গণমাধ্যমকর্মীদের একযোগে কাজ করার
উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “একসঙ্গে কাজ করে দুই দেশের মধ্যে যথাসম্ভব সর্বোচ্চ
বোঝাপড়া নিশ্চিত করা আমি ও আমার সহকর্মীদের কাজ।”

বাংলাদেশ-ভারত একসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালন করছে মন্তব্য করে দোরাইস্বামী বলেন, “আমরা সম্মানিত
ও আনন্দিত বিশেষ উদযাপনটি করছি এবং এ মাসে ভারত থেকে বিশেষ সফরগুলো হবে।

“পুরো বছরজুড়ে আমরা যথাসম্ভব একসাথে এগুলো
উদযাপন করব, যাতে আমরা ভারত বাংলাদেশকে কতোটা গুরুত্ব দেয় এবং আমরা আপনাদের স্বাধীনতা
ও সংগ্রামকে কতোটা সম্মান দিই, তা বোঝাতে পারি।”

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা
ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন।