ক্যাটাগরি

বার্সেলোনা ক্লাবে পুলিশের হানা, আটক

পুলিশের এক নারী
মুখপাত্রের বরাত দিয়ে সোমবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় প্রত্রিকাগুলোও
দিচ্ছে একই খবর। তবে মোট কতজন গ্রেপ্তার হয়েছেন, তা নিশ্চিত করা হয়নি।

স্প্যানিশ রেডিও
কাদেনা সেরের খবর, আটককৃতদের মধ্যে রয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউও।

দলের গুরুত্বপূর্ণ
খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করতে বার্সেলোনা ‘আইথ্রি’ নামের একটি প্রতিষ্ঠান ভাড়া করেছিল বলে গত ফেব্রুয়ারিতে
খবর বেরিয়েছিল। পুলিশের এই অভিযান সেই ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে বার্সেলোনার
কোনো মন্তব্য পাওয়া যায়নি।