ক্যাটাগরি

মাইলো, নিডো ও ম্যাগির জুটি আকবর আলী

সোমবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেসলে বাংলাদেশ বলেছে, “এই
জনপ্রিয় ক্রিকেটারের সাথে মাইলো,
নিডো আর
ম্যাগির নতুন জুটি হওয়ায় নেসলে পরিবার অত্যন্ত আনন্দিত।”

আগামী প্রজন্ম আকবর আলীর কাছ থেকে তার কাজের প্রতি ভালোবাসা এবং স্পৃহার বিষয়টি
রপ্ত করার অনুপ্রাণা পাবে বলেও আশা প্রকাশ করেছে নেসলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব-১৯ দলে খেলার আগে অনূর্ধ্ব-১৭ দলেও খেলেছেন আকবর। বিকেএসপির বয়সভিত্তিক দলগুলোকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই সকল ক্রিকেটপ্রেমীর পাশাপাশি তিনি তরুণ প্রজন্ম এবং বাচ্চাদের মাঝেও বেশ জনপ্রিয়।

নেসলে বিশ্বের ১৮৭টি দেশে ১৫৪ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসছে। বাংলাদেশে নেসলের যাত্রা শুরু হয় ১৯৯২ সালে।

বাংলাদেশে
এ কোম্পানিতে কাজ করছেন তিন হাজারের বেশি কর্মী। শ্রীপুরে নেসলের কারখানায় ১০৯টির বেশি পণ্য উৎপাদিত
হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।