সোমবার দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকায় এ মৃত্যুর
ঘটনা ঘটে।
নিহত মাহফুজা আক্তার রাসেল হাওলাদারের মেয়ে। রাসেলের স্থায়ী বাড়ি শিবচর
ইউনিয়নের চরশ্যামাইলে।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানিয়েছেন, ডিসি রোডের হাবিবুর রহমানে বাড়ির
ভাড়াটিয়া ফার্নিচার দোকানের কর্মচারী রাসেল হাওলাদার।
তার দেড় বছরের মেয়ে মাহফুজা আক্তার পাশের ভাড়াটিয়া রাসেল মিয়ার বাসায় খেলতে
যায়। সে সময় ওই বাড়িতে রান্না চলছিল।
কিছু সময় পর রাসেল মিয়ার রান্নাঘরে আগুন লাগে। এ সময় স্থানীয়রাসহ ফায়ার
সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের পর ওই রান্নাঘরের চুলার মধ্যে মাহফুজার লাশ দেখতে পেয়ে
উদ্ধার করে ফায়ার সার্ভিস বলেন তিনি।