ক্যাটাগরি

ময়মনসিংহে ৬ ‘ছিনতাকারী নারী’ গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে মামলা
শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান
জানিয়েছেন।

সোমবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় নাসিমা
বেগম (২২), নিহার বেগম (২৫), মনোয়ারা বেগম (৪৫), সুরাইয়া বেগম (৪১) এবং রাশেদ মিয়াকে
(২৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে।

দুপুর নগরীর রেলস্টেশন
এলাকা থেকে একই চক্রের পাপিয়া আক্তার (২৭) এবং শিল্পী আক্তার (২৪) নামে আরও দুই নারীকে গ্রেপ্তা
করা হয়। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলের চরশ্রীরামপুর গ্রামে। 

এসপি বলেন, “চক্রটির
কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

“এই চক্র সুকৌশলে
মানুষের মোবাইল ফোন এবং চেইন ছিনতাই করাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিল। চক্রটির
মূলহোতাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”

তাদের কাছ থেকে দশটি
স্বর্ণের চেইন ও ছিনতাই কাজে ব্যবহৃত বিশেষ কাটার উদ্ধার করা হয়েছে।

জামালপুরের ইসলামপুর
কলেজের এক শিক্ষিকার ৫ বয়সী মেয়ের স্বর্ণের চেইন ছিনতাই করতে গিয়ে হাতে-নাতে গ্রেপ্তার
হন পাপিয়া ও শিল্পী বলে জানায় পুলিশ।