সোমবার বিকালে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক
আব্দুস সালাম খান এ আদেশ দেন বলে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের
পিপি ফিরোজ আহম্মেদ জানান।
এ রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে
পাঠানো হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নড়িয়া উপজেলার আনাখণ্ড গ্রামের খালেক ছৈয়ালের
ছেলে লিটু ছৈয়াল (২৯), একই উপজেলা পাঁচক গ্রামের নুর মোহাম্মদ ফকিরের ছেলে রাজ্জাক
ফকির (৩২) এবং আবদুল রশিদ সরদারের ছেলে আবু সরদার ওরফে সালাম সরদার (৩৬)।
শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ফিরোজ আহম্মেদ
ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চানন্দী
গ্রামের এক কিশোরীসহ মহিম ও রনি, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক
অনুষ্ঠান দেখে ভোজেশ্বর ইউনিয়নের আনাখণ্ড বেইলি ব্রিজ এলাকায় ঘুরতে যান।
এ সময় সময় মেয়েটির সাথে থাকা বন্ধু মহিম ও রনিকে মারধর করে লিটু, রাজ্জাক
এবং সালাম। তারা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান।
এরপর লিটুর বাসায় নিয়ে মেয়েটিকে দলবেঁধে ধর্যণ করেন তারা।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে নড়িয়া থানায় সাজাপ্রাপ্তদের আসামি করে একটি
মামলা করে। পুলিশ তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।