ক্যাটাগরি

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী-কাওরাইদ সড়কের
বরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোরশাদ বরমী ইউনিয়নের বরকুল গ্রামের আমির হোসেনের ছেলে। সে স্থানীয়
আল-মদিনা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র ছিল।

শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, সড়কের পাশে বাড়ি হওয়ায়
দুপুরে মোরশাদ মায়ের হাত ধরে রাস্তার সাথেই দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ মায়ের হাত ছেড়ে
সে রাস্তায় উঠে যায়। একই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি অটোরিকশা মোরশাদকে ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশু
মোরশাদের মৃত্যু হয় বলেন তিনি।