কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার
২-০ গোলে জিতে মোহামেডান। প্রথমার্ধে সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে
ব্যবধান দ্বিগুণ করেন বুরকিনা ফাসোর ফরোয়ার্ড কুলিদিয়াতি।
১১ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে
এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মোহামেডান। পঞ্চম স্থানে নেমে গেছে সাইফ স্পোর্টিং।
ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদ ৯ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।
আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে আসা মোহামেডান
এগিয়ে যায় দিয়াবাতের ৩৫তম মিনিটের গোলে। দ্বিতীয়ার্ধে সোহাগ রহমানের তৈরি করে দেওয়া
সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান কুলিদিয়াতি।
গত ফেব্রুয়ারির শুরুর দিকে বসুন্ধরা কিংসের কাছে হারের
পরের চার ম্যাচে একটিতে জিতেছিল মুক্তিযোদ্ধা সংসদ; ড্র করেছিল তিনটি। ফের হারের কবলে
পড়ল দলটি।