বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গত শুক্রবার মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচের ৬২তম মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
মোহামেডানের মোহাম্মদ আতিকুজ্জামানের করা ফাউলকে কেন্দ্র করে ডাগআউটে উত্তেজনা ছড়ায়। রেফারি আতিকুজ্জামানকে হলুদ কার্ড দিলে আরমান চতুর্থ রেফারির কাছে লাল কার্ড দেওয়ার আবেদন করতে থাকেন। এক পর্যায়ে প্রিন্স দৌড়ে এসে আরমানকে সজোরে ধাক্কা মারেন। উভয়ে তর্কে লিপ্ত হলে রেফারি দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
ওই ম্যাচের ম্যাচ কমিশনার, রেফারির রিপোর্টসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি মঙ্গলবার তাদের সিদ্ধান্ত জানায়।
প্রিন্সকে দলের পরবর্তী তিন ম্যাচে নিষেধাজ্ঞা ও তার দল মোহামেডানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি। আরমানকে এক ম্যাচের নিষেধাজ্ঞাসহ চট্টগ্রাম আবাহনীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম আবাহনীর টিম ম্যানেজার আরমানের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ায় মোহামেডানের কোচ শন লেনকে কঠোরভাবে সর্তক করেছে ডিসিপ্লিনারি কমিটি।