ক্যাটাগরি

অ্যালেক্সি নাভালনি: রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

বিবিসি জানায়, মঙ্গলবার এ নিষেধাজ্ঞার ঘোষণা আসে। রাশিয়ার সাত জন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ১৪টি কোম্পানির উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যারা রাসায়নিক উৎপাদনের সঙ্গে জড়িত।

গত বছর সাইবেরিয়া থেকে মস্কোয় ফেরার পথে নাভালনিকে সোভিয়েত আমলের নার্ভ এজেন্ট নোভিচক দিয়ে হত্যার চেষ্টা করা হয়। বিষপ্রয়োগে অসুস্থ নাভালনি কোমায় চলে গিয়েছিলেন। পরে জার্মানিতে দীর্ঘদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন।

জার্মানি থেকে গত ১৭ জানুয়ারি মস্কো ফেরার পর বিমানবন্দরেই আটক হন নাভালনি। পরে ‍সাজা স্থগিতের শর্ত লঙ্ঘনের জন্য মস্কোর একটি আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

নাভালনির মুক্তির ‍দাবিতে তার সমর্থকরা রাশিয়া জুড়ে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল।

পুতিনের সমালোচক নাভালনির সাড়ে তিন বছরের কারাদণ্ড

রাশিয়ায় ফিরেই আটক হলেন নাভালনি
 

নাভালনিকে বিষপ্রয়োগের ‍অভিযোগ উড়িয়ে দিয়েছে রুশ সরকার। বরং তারা সত্যিই নাভালনিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা দ্রুত নাভালনিকে মুক্তি দিতে বলেছেন। কিন্তু রুশ সরকার সে কথা গায়ে মাখছে না।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এখন ইউরোপীয় ইউনিয়ন থেকেও রাশিয়ার উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

নাভালনি কাণ্ডে বিরোধের জেরে এরই মধ্যে ইউরোপীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া। জবাবে জার্মানি, পোল্যান্ড এবং সুইডেন রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। ইইউ রাশিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদের হুঁশিয়ারিও দিয়েছে।