দিলদারকে একমাত্র আসামি করে মামলা তদন্তের দায়িত্বপ্রাপ্ত শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন গত ২৮ ফেব্রুয়ারি এ অভিযোগপত্র দাখিল করেন।
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিক অভিযোগপত্রে স্বাক্ষর করেন।
দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে ধর্ষণের
অভিযোগ ওঠার পর ২০১৭ সালের ১২ অগাস্ট আপন
জুয়েলার্সের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা বিভাগ।
তখন চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হিরা পাওয়ার
কথা জানিয়ে মুদ্রা পাচার প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা
বিভাগ।