সোমবার ইরাকের সেনাবাহিনীর একটি পরিবহন বিমান চীনের তৈরি সিনোফার্ম টিকার ৫০ হাজার ডোজ নিয়ে রাজধানী বাগদাদে পৌঁছায়। ইরাকে কোভিড-১৯ সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় চীনের দান করা এ টিকা দেশটির জন্য আশার আলো বয়ে নিয়ে এসেছে।
টিকার প্রথম চালান গ্রহণের সময়ে ইরাকের স্বাস্থ্য মন্ত্রী হাসান আল-তামিমি বলেন, ‘‘চীনা দূতাবাসের সহায়তায় আমরা দ্রুত টিকার এই চালানটি পাঠাতে বলেছিলাম। ইরাকের জনগণকে সাহায্য করার জন্য আমরা চীনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
মঙ্গলবার থেকেই এই টিকা দেওয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। প্রথমে স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী হাসান জানান, চীনের সিনোফার্ম গ্রুপের সঙ্গে ২০ লাখ ডোজ টিকা সরবরাহের চুক্তি করেছে ইরাক। যা ধাপে ধাপে সরবরাহ করা হবে।
এছাড়া, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের টিকা পাওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
ইরাকে ১ মার্চ পর্যন্ত প্রায় সাত লাখ কোভিড আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ হাজার ৪২৮ জন। দেশটিতে গত মাস থেকে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেখানে কোভিড-১৯ এর অতিসংক্রামক নতুন ধরনও শনাক্ত হয়েছে।
রোগের বিস্তার রোধে ইরাকে রাত্রে কাউফিউ জারি করা হয়েছে।