শহরের ফুলবাড়িগেট এলাকায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি
নিহত হন বলে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান।
নিহত ইলিয়াস মুন্সি (৫০)শহরের শিরোমনি এলাকায় থেকে শিরোমনি
বাজারে সবজি বেচতেন।
স্থানীয়রা জানান, ইলিয়াস শিরোমনি থেকে অটোরিকশায় করে দৌলতপুরে
ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এ
সময় ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি প্রবীর বলেন, রাতে দৌলতপুরে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে
ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ইলিয়াস নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে রয়েছে।