ক্যাটাগরি

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া

এ সব কিছুর কেন্দ্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী জুনে হতে যাওয়া ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ১০ উইকেটে হেরে ফাইনালে যাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। লড়াইটা এখন শুধু ভারত ও অস্ট্রেলিয়ার।
 
আর অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ডের হাতে। আহমেদাবাদে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে অন্তত ড্র করলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বিরাট কোহলির দলের। কেবল ইংল্যান্ড জিতলেই ফাইনালে খেলতে পারবে অস্ট্রেলিয়া।
 
এখন তারা টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউ জিল্যান্ডে। সেখানেই মঙ্গলবার অস্ট্রেলিয়ার সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেন, শেষ টেস্টে ইংলিশদের জয়ের আশায় থাকবেন তারা।
 
“কিছুটা নিজেদের স্বার্থের ব্যাপার আছে, তাই নয় কি? অনেক দিন পর প্রথমবার ইংল্যান্ডকে আমরা সমর্থন করব। আশা করছি, তারা সেখানে তাদের কাজটা ঠিকঠাক করতে পারবে।”
 
স্পিনারদের রাজত্বের তৃতীয় টেস্ট শেষ হয়ে যায় দুই দিনেই। পাঁচ সেশনে পড়ে ৩০ উইকেট, এর ২৮টিই যায় স্পিনারদের দখলে। শেষ টেস্টেও একই রকম উইকেট থাকলে সফরকারীদের জন্য কাজটা কঠিন হবে বলে মনে করেন ম্যাকডোনাল্ড।
 
“এটা কঠিন হতে যাচ্ছে, নিঃসন্দেহে। তারা এমন পিচে খেলছে যা স্পিন বোলিংয়ের উপযুক্ত। ভারতের শক্তির দিক হলো তারা স্পিন ভালো খেলে।”
 
“আশা করি, (ইংল্যান্ড) ভালো করবে, দেখা যাক কী হয়। এখন আমাদের হাতে তো কিছু নেই, কিন্তু আগ্রহ ভরে আমরা ম্যাচ দেখব।”