২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাণ করেছেন হাবিবুর রহমান। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল।
নির্মাতা হাবিবুর জানান, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির মহেন্দ্রক্ষণে ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এটি বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র।
গত বছরের ১৫ ডিসেম্বর সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। চলচ্চিত্রটির ত্রিমাত্রিক চিত্রধারণে কাজ করছে মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’।
জয়া-আহমেদ রুবেল ছাড়াও এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবুসহ আরও অনেকে।