ক্যাটাগরি

পুঁজিবাজারে সূচকে উন্নতি

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক
ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৮
দশমিক ২৭ পয়েন্ট হয়েছে।

ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন
মোট ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৬১৮ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল
ফান্ডের ইউনিটের মধ্যে ২৩৩টির দর বেড়েছে, ৪২টির কমেছে এবং ৮৪টির দর অপরিবর্তিত
রয়েছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হল- বিএটিবিসি,
বেক্সিমেকা, বেক্সিফার্মা, রবি, লংকাবাংলা, সামিট পাওয়ার, জিবিবিপাওয়ার, ওরিয়ন
ফার্মা, স্কয়ার ফার্মা এবং লাফার্জ।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি হল- দি পেনিনসুলা চিটাগং, লংকাবাংলা,
ইজেনারেশন লিমিটেড,
আনোয়ার গেলভানাইজিং, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং
অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, ফ্যাস ফাইন্যান্স
লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন এবং জিপিএস ফাইন্যান্স।

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি হল- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স
লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড, শ্যামপুর সুগার
মিল, জিলবাংলা সুগার মিল, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, রেকিট
অ্যান্ড বেনকাইজার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এবং এম আই সিমেন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই
এদিন ৩২৯ দশমিক ০৬ পয়েন্ট বা ২ দশমিক ১০ শতাংশ বেড়ে ১৬ হাজার ১৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা
আগের দিন ৩৫ কোটি ৭৯ লাখ টাকা ছিল।

লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের
ইউনিটের মধ্যে ১৬৮টির দর বেড়েছে, ২৭টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।