দুর্নীতি বিরোধী সংবাদ প্রকাশের জেরে এ সংগঠনের বেশ কয়েকজন কর্মীকে হয়রানির শিকার হতে হচ্ছে জানিয়ে র্যাক বলছে, “প্রতিবেদককে হয়রানি দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার কৌশল ছাড়া কিছু নয়।“
র্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজের মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলেন, এ ধরনের চেষ্টা অব্যাহত থাকলে অন্য সাংবাদিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচি ঘোষণা করবেন তারা।
গত ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রভাবশালী ব্যক্তিদের ওই চাপের বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিমিয়ার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সাবেক এমপি এইচ বি এম ইকবালের বিরুদ্ধে গত দেড় দশকে বিভিন্ন সময়ে যেসব মামলা হয়েছে, তার কার্যক্রম আর আদালতের আদেশ নিয়ে অন্য সব সংবাদমাধ্যমের মত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সেসব মামলা থেকে তারা অব্যাহতিও পেয়েছেন। এখন, এতদিন পর, সেসব পুরনো খবর মুছে ফেলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অদ্ভুত কায়দায় চাপ দেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে তিন ডজনের বেশি উকিল নোটিস পাঠানো হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ চার সম্পাদকের নামে। সেখানে বলা হচ্ছে, ওই সব প্রতিবেদন ‘ডিলিট’ না করলে ডিজিটাল নিরাপত্তা আইন ও ‘মানহানির’ অভিযোগে মামলা করা হবে।
ডা. এইচ বি এম ইকবাল নিজে কোনো নোটিস পাঠাননি। বিভিন্ন জেলা থেকে যারা নোটিস পাঠাচ্ছেন, তারা নিজেদের ডা. ইকবালের বন্ধু, শুভাকাঙ্খী হিসেবে পরিচয় দিচ্ছেন।
এর মধ্যে অন্তত একটি নোটিসে ‘বিরূপ পরিণতির’ জন্য প্রস্তুত থাকার ‘হুমকিও’ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এরকম একজন নোটিসদাতা বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ চার সম্পাদকের বিরুদ্ধে ‘মানহানির’ অভিযোগও করেছেন। ১০ মার্চ এ বিষয়ে আদালতের আদেশ দেওয়ার কথা রয়েছে।
চাপে নত হব না: বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক
সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা: বিডিনিউজ টোয়েন্টিফোরের বিবৃতি
প্রতিবেদন মুছতে বিডিনিউজ টোয়েন্টিফোরকে চাপ: ‘মানহানির’ অভিযোগের বিষয়ে আদেশ পেছাল
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদন মুছতে চাপের পর এবার মামলার আবেদন
র্যাকের বিবৃতিতে বলা হয়, “দুর্নীতির মামলায় আদালতের প্রসিডিংস নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করে নিতে ইন্টারনেট সংবাদ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরকে অনবরত হুমকি দিয়ে আসছে এবং প্রধান সম্পাদকসহ দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।”
র্যাকের কয়েকজন সদস্যসহ গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানকে নানাভাবে হয়রানিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, “র্যাক অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, দুর্নীতি দমন কমিশনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের তথ্য এবং দুদকের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে যথাযথভাবে সংবাদ প্রকাশের পরও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রকাশ্যে-অপ্রকাশ্যে গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানকে হয়রানি করে যাচ্ছে।”
বেসরকারি টেলিভিশন আরটিভিতে এক কাস্টমস কর্মকর্তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় ওই কর্মকর্তা ‘সরকারি প্যাড ব্যবহার করে র্যাকের সদস্য আতিকা রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “প্রচারিত প্রতিবেদনের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে বিজ্ঞাপন আকারেও প্রতিবাদ প্রকাশ করা হয়েছে।”
এছাড়া সময় টিভির প্রতিবেদক সেলিয়া সুলতানা, ডিবিসি নিউজের আদিত্য আরাফাত, বৈশাখী টিভির তৌহিদুল ইসলাম এবং মানবজমিনের মারুফ কিবরিয়াসহ বেশ কয়েকজন সদস্য ও গণমাধ্যম প্রতিষ্ঠান দুর্নীতিবিরোধী প্রতিবেদন প্রকাশ করে হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করা হয় র্যাকের বিবৃতিতে।
এরকম হয়রানি ‘গণমাধ্যমের স্বাধীনতায় পরিষ্কার হস্তক্ষেপ’ মন্তব্য করে র্যাক বলছে, “এই পরিস্থিতিতে দুদকসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো উচিত। কারণ দুর্নীতিবিরোধী প্রতিবেদন দুদকের প্রতিরোধ কার্যক্রমকে সহায়তা করে এবং সরকারের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নেও রাখে বলিষ্ঠ ভূমিকা।”
দুদকের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের পর ‘প্রতিবেদককে হয়রানি দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার কৌশল ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।
‘এই ধরনের ন্যক্কারজনক অপচেষ্টা থেকে সরে আসার জন্য’ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন র্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ।
বিবৃতিতে তারা বলেন, “এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকলে প্রয়োজনে অপরাপর সাংবাদিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করবে র্যাক।”
আরও পড়ুন
প্রতিবেদন মুছতে চাপ: যশোরে সাংবাদিকদের দুই সংগঠনের নিন্দা
পুরনো প্রতিবেদন মুছতে চাপ একটি অপকৌশল: শার্শা প্রেসক্লাব
বিডিনিউজ টোয়েন্টিফোরকে চাপ প্রয়োগকারীদের শাস্তি দাবি বিএফইউজের
বিডিনিউজ টোয়েন্টিফোরের ওপর ‘অনৈতিক’ চাপ নিয়ে ডিইউজের উদ্বেগ
প্রতিবেদন সরাতে চাপ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: সিইউজে
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের প্রতিবাদ বিজেএসসির
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের প্রতিবাদ তিন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের
বিডিনিউজ টোয়েন্টিফোরের উপর চাপ গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ, চাঁদপুরের সাংবাদিকদের প্রতিবাদ
প্রতিবেদন সরাতে চাপ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: বাগেরহাট প্রেসক্লাব
প্রতিবেদন সরাতে চাপ স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টির কৌশল: চবি সাংবাদিক সমিতি
বিডিনিউজ টোয়েন্টিফোরকে ‘অনৈতিক’ চাপ প্রয়োগের নিন্দা রংপুরে
প্রতিবেদন মুছতে বিডিনিউজ টোয়েন্টিফোরের ওপর চাপ: বেরোবিসাসের নিন্দা
প্রকাশিত সংবাদ তোলায় চাপ সৃষ্টি ‘অনৈতিক’: গাজীপুর প্রেসক্লাব
সংবাদ মুছতে বিডিনিউজ টোয়েন্টিফোরকে চাপ, নিন্দায় ফরিদপুর প্রেস ক্লাব
প্রতিবেদন মুছতে চাপদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সতিকসাসের