মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মিরু উপজেলার আজিমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি সিংগাইর সরকারি কলেজের ভিপিও ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, সোমবার রাতে জয়মন্টপ এলাকার একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে এক বন্ধুকে নিয়ে ফারুক উপজেলা সদরে বাড়ি ফিরছিলেন।পথে রাত দেড়টার দিকে সিঙ্গাইর পৌঁছানোর পর ৮ থেকে ১০ জন যুবক তাদের মোটর সাইকেল থামায়। এরপর উপজেলা পরিবহন শ্রমিক লীগের নেতা আঙ্গুর হোসেন ও তার ছোট ভাই সিঙ্গাইর ডিগ্রি কলেজের সভাপতি দুলাল হোসেনের নেতৃত্বে ফারুক হোসেনের ওপর হামলা চালায়।
“এ সময় তারা ফারুককে কুপিয়ে মারত্মক আহত করে। পরে রাতে তাকে জাতীয় অর্থোপেডিকস হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা একটার দিকে সেখানে তার মৃত্যু হয়।”
সিঙ্গাইর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।