‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে নথি গায়েবের’ অভিযোগে দায়ের
করা মামলায় ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. সামছুদ্দিন জুম্মন এবং তার সহযোগী
সেলিম উদ্দিনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার পুলিশ হেফাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই আবু সাঈদ চৌধুরী আসামিদের
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের
আইনজীবী জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর
করে আসামিদের দুইদিনের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের
আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঞা।
তিনি বলেন, ৩০৮ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে ওয়ারী থানায় মামলাটি করা হয়
২০১২ সালের ডিসেম্বরে। চার আসামির বিরুদ্ধে মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে ছিল।