প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, অ্যাপে হেলিকপ্টার ট্র্যাকিং ফিচার যোগ হয়েছে৷ মাথার ওপর উডুক্কুযান কেন চক্কর দিচ্ছে, তার কারণ জানাবে ফিচারটি৷
ভার্জকে নির্মাতা প্রতিষ্ঠানের একটি দল জানিয়েছে, জরুরি সেবা ৯১১-এর যোগাযোগ পর্যালোচনা করতে তাদের সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা কাজ করেন এমন কর্মী রয়েছে৷ এবারে তারা পুলিশ হেলিকপ্টারের ডেটাও পর্যালোচনা করবেন।
সিটিজেনে অন্যান্য তথ্যের মতোই ঘটনার বিষয়ে নিজের ভিডিও এবং মন্তব্য করতে পারবেন গ্রাহক৷ ঘটনা শেষে বিষয়টি যাচাই করবে সিটিজেন৷ সম্ভব হলে এরপর সংশিষ্ট ঘটনায় হেলিকপ্টারের ব্যবহারের কথা জানাবে অ্যাপটি৷
উদাহরণ হিসেবে বলা যায়, হারিয়ে যাওয়া কোনো ব্যক্তিকে খুঁজতে হেলিকপ্টার ব্যবহার করা হলে সেই প্রতিবেদনের লিংক সেখানে পাওয় যাবে৷
সিটিজেন অ্যাপে স্থানীয় সব অপরাধের তথ্য পেয়ে থাকেন গ্রাহক৷ এবার এতে যোগ হলো হেলিকপ্টার ট্র্যাকিং৷
করোনাভাইরাস মহামারীর সময় অ্যাপের মধ্যেই কন্ট্যাক্ট-ট্রেসিং টুল চালু করেছে সিটিজেন৷
২০১৭ সালে উন্মোচনের পর থেকে ৭০ লাখের বেশি গ্রাহক অ্যাপটি ডাউনলোড করেছেন বলে দাবি করেছে সিটিজেন৷