মঙ্গলবার হোন্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রতিনিধিদলের কারখানা পরিদর্শনের সময় নতুন সংযোজন লাইনটি উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মাদ রহমাতুল মুনীম।
এনবিআর প্রতিনিধি দলে ছিলেন বোর্ডের সদস্য সৈয়দ গোমাল কিবরীয়া, ড. আবদুল মান্নান সিকদার, জাকিয়া সুলতানা, হাফিজ আহমেদ, আপুর্ব কান্তি দাস এবং প্রদ্যুত কুমার সরকার।
কারখানা পরিদর্শনকালে বাংলাদেশ হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিমিহিকো কাতুসি এবং হেড অব ফিনান্স মোহাম্মাদ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক হিমিহিকো কাতুসি বলেন, “মানুষের চলাচলে স্বাধীনতা এবং আনন্দ প্রদানে সাশ্রয়ী মূল্যে ভালো মানের মোটর সাইকেল উৎপাদনে কাজ করছে প্রতিষ্ঠানটি।”
হিসেব অনুযায়ী, বাংলাদেশে ২০১৩ সালে স্থানীয়ভাবে কার্যক্রম শুরু করে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ২ লক্ষ মোটর সাইকেল সংযোজন করেছে হোন্ডা।