বৃহস্পতিবার
রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে বিশেষ বিমানে তিনি দেশের
উদ্দেশে রওনা হন বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
ভারতীয়
বিমান বাহিনীর বিশেষ বিমানে এদিন সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর।
এরপর
বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের
সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে তিনি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
এরপর
বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গুলশানে একটি অনুষ্ঠানে
যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
সেখানে
পুরাতন হাই কমিশন ভবনে নতুন ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়।
এরপর
বর্তমান ভারতীয় হাই কমিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দিনব্যাপী কর্মসূচির ইতি টানেন।
বাংলাদেশের
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত
করতে এই সফরে এসেছিলেন জয়শঙ্কর।
ঢাকায় জয়শঙ্করের কর্মসূচি নিয়ে প্রতিবেদনগুলো পড়ুন-
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়
সীমান্তে প্রাণক্ষয় অপরাধের কারণে: জয়শঙ্কর