বৃহস্পতিবার দিনভর চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চাঁদপুর প্রেসক্লাব পর্যন্ত কাজী নজরুল ইসলাম সড়কের ফুটপাতে সাজিয়ে রাখা এসব বই দেখতে এবং ভিড় জমায় শত শত শিক্ষার্থী।
স্থানীয় সংগঠন ‘পূর্ণয়’ এনসিটিএফের সহযোগিতায় এই ‘পুঁথি সরণি উৎসব’ আয়োজিত করে।
পূর্ণয়-এর সভাপতি সিয়াম পাটোয়ারী বলেন, আমাদের লক্ষ্য মানুষের হাতে শর্তহীন বিনামূল্য বই তুলে দেওয়া। সকলকে বই পড়ার সুযোগ করে দেওয়া।
চাঁদপুরের উদীয়মান সাহিত্যপ্রেমী এক ঝাঁক তরুণ-তরুণীর সংগঠনের আয়োজনে এ উৎসবে শিক্ষার্থীসহ নানান বয়সের মানুষ লাইনে দাঁড়িয়ে বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন, কেউ পড়ছেন, কেউ নিজের পড়া বইটি রেখে নতুন একটি বই নিচ্ছেন। কেউ আবার স্বেচ্ছায় একাধিক বই রেখে আয়োজনে সহযোগিতা করছেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বলেন, এ যেন বিনামূল্যে বই বিতরণ উৎসব। পুরো সড়কে ছিল বই আর শিক্ষার্থীদের উচ্ছাস। এ যেন বইময় সড়ক।
স্মার্টার টিচিং ফর অল-এর প্রতিষ্ঠাতা তাওহিদুল ইসলাম বলেন, চাঁদপুরে এমন আয়োজন আগে কোনো দিন হয়নি।
উৎসবটিতে যারা বই দিয়ে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিটিএফ চাঁদপুরের সভাপতি আঞ্জমান আরা আফসা।