ক্যাটাগরি

ডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, পোরট্রেইট এবং ল্যান্ডস্কেপ দুই মোডেই কলের জন্য ডেস্কটপ পর্দা ব্যবহার করতে পারবেন গ্রাহক৷ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, কলগুলো হবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড৷

বড় পর্দায় কলিং ফিচার যোগ করায় ভিডিও কনফারেন্সিং সেবা জুম এবং গুগল মিটের সঙ্গেও এবার প্রতিদ্বন্দীতা করতে পারবে সেবাটি৷ তবে, হোয়াটসঅ্যাপের এই খাতে প্রতিযোগিতার উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷

এবারে ইংরেজি নববর্ষের প্রারম্ভে প্ল্যাটফর্মের মাধ্যমে ১৪০ কোটি ভয়েস ও ভিডিও কল হয়েছে বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ৷

করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে গ্রাহকরা বাড়িতে থাকায় ভিডিও কলিংয়ের ওপর বেশি নির্ভরশীল হয়েছেন৷ এতে লাভবান হয়েছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি৷

সাম্প্রতিক সময়ে বেটা সংস্করণে অনেক ফিচারই পরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ। এরকম একটি ফিচারে ভিডিও শেয়ার করার আগে তা ‘মিউট’ করে দিতে পারবেন ব্যবহারকারীরা। এটি বাদেও ছবি দেখার পর তা গায়েব হয়ে যাবে, এমন ফিচারও পরীক্ষা করছে মেসেজিং সেবাটি।