ক্যাটাগরি

ঢাকায় চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২

এরা হলেন- শাহ আলম ও
জামাল। প্রথম জন গাড়ির চালক, দ্বিতীয় জন টেকনিশিয়ান।

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
বুধবার সকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী ধোলাইর পাড় শাহ আলমের গ্যারেজে অভিযান
চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে এক
সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান, চোরাই
সিএনজি অটোরিকশা জাল রেজিস্ট্রেশন প্লেট ও জাল কাগজপত্র তৈরি করে বিক্রয় করে
আসছে। 

তিনি বলেন, শাহ আলমের গ্যারেজে চোরাই অটোরিকশা বিক্রি
হয়। এই গ্যারেজ থেকে পাঁচটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এগুলো কুমিল্লা, চাঁদপুর
ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা। এগুলে প্রথমে ঢাকার কাচপুরে আসে, সেখান থেকে
আসে শাহ আলমের গ্যারেজে।

“সেখানে ভুয়া নম্বর প্লেট দেওয়া হয়। তারপর রঙ করে
বিক্রি করা হয়। শাহ আলম গত দুই মাসে ১৫ থেকে ২০টি চোরাই সিএনজিচালিত অটোরিকশা এনে
বিক্রি করেছে। এগুলোর নম্বর প্লেট ও কাগজপত্র সব ভুয়া। থ্রি হুইলার একটার দাম ১৩
থেকে ১৪ লাখ টাকা।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে
যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।