বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে নতুন এই ‘ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের’ উদ্বোধন
করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী, নতুন এই কেন্দ্র সারা বাংলাদেশে সৃজনশীলতা
ও সাংস্কৃতিক প্রকাশের নতুন কেন্দ্রস্থল হয়ে উঠবে। আমাদের ব্যতিক্রমী সম্পর্কের চালিকাশক্তিও
হয়ে উঠবে এই কেন্দ্র।”
গুলশান-২ নম্বরে পুরনো ভারতীয় হাই কমিশন ভবনে নতুন এই সাংস্কৃতিক কেন্দ্র
চালু করার পাশাপাশি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রও বহু বছর ধরে ভারতের সাংস্কৃতিক
আদান-প্রদানের কাজ করে আসছে।
জয়শঙ্কর বলেন, পৃথিবীর যে কয়টি শহরে ভারতের দুটি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে,
তার মধ্যে ঢাকা একটি। এর মূলে রয়েছে এ শহরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুইদেশের মেলবন্ধন।
“আমাদের একীভূত সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের অংশীদারিত্বের শক্তি। মানুষে
মানুষে আদান-প্রদানের মূল জায়গাও তাই সাংস্কৃতিক কর্মকাণ্ড।”
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, ছায়ানটের নির্বাহী সভাপতি ডা.
সারওয়ার আলী, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক কামাল
আব্দুল নাসের চৌধুরী এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।