ক্যাটাগরি

অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তাক্ত মিয়ানমারে

বুধবার পুলিশ ও সৈন্যরা তেমনভাবে সতর্ক না করেই গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মঙ্গলবার দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনীকে আরও সংযম দেখানোর আহ্বান জানানোর পরদিনই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝড়ার ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতেও মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বৃহস্পতিবার আরও বিক্ষোভ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

“আমরা জানি যেকোনো সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হতে পারি কিন্তু জান্তার অধীনে বেঁচে থাকার কোনো অর্থ নেই, তাই মুক্তি পাওয়ার বিপজ্জনক এই পথই বেছে নিয়েছি আমরা,” রয়টার্সকে বলেন আন্দোলনকারী মং সংখ। 

“আমরা যেভাবে পারি জান্তার সঙ্গে লড়াই করে যাবো। জান্তা পদ্ধতিকে গোড়া থেকে উপড়ে ফেলাই আমাদের চূড়ান্ত লক্ষ,” বলেন তিনি।

‘জেনারেল স্টাইক কমিটি অব ন্যাশনালিটিস’ গোষ্ঠী বৃহস্পতিবার এক প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি।

(বিস্তারিত আসছে)