ক্যাটাগরি

কুয়েতের মুদ্রাকে ব্যঙ্গ করে ‘অশ্লীল’ নাচের ভিডিও, ৪ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করলেও গ্রেপ্তারকৃতদের পরিচয় জানাননি।

স্থানীয় দৈনিক আল-রাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান বলেন, “কুয়েতের আইনে ওই চার বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস ওদেরকে কুয়েত থেকে বিতাড়িত করতে কাজ করবে। ওদের অপ্রত্যাশিত ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফলে বাংলাদেশিরা অপমান বোধ করছেন।”

গ্রেপ্তারের আগে সন্ধান চেয়ে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি।

গ্রেপ্তারের আগে সন্ধান চেয়ে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি।

কুয়েতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে এ ধরনের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রাষ্ট্রদূত।

কুয়েতি দিনার নিয়ে ‘অশ্লীল নাচে’র ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চায়। বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে ওই চার বাংলাদেশির বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!