গ্রেপ্তার আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, সোহেলকে বুধবার রাতে ঢাকার আগারগাঁও থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছিলেন ওই ছাত্রীর বাবা।
গত ২৫ ফেব্রুয়ারী দুপুরে ওই ছাত্রীকে শিক্ষক সোহেল রানা অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করার পর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে গত ১ মার্চ তদন্ত কমিটি গঠন করা হয়।