বৃহস্পতিবার সকালে
গাজীপুর শহরের দিঘীরচালা এলাকার একটি সবজি ক্ষেতের পাশ থেকে লাশটি
উদ্ধার করা হয়।
প্রতীকী ছবি
মৃত ব্যক্তির বয়স ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয়
জানা যায়নি।
বাসন থানার
পরিদর্শক (তদন্ত) মো.
মিজানুর রহমান বলেন, নগরীর দিঘীরচালা এলাকায় একটি লাশ
পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে
পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন
আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, “নিহতের পরনে
জিন্সের প্যান্ট ও কমলা রঙের গেঞ্জি ছিল এবং মাথা, গলা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির
আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”