বুধবার সন্ধ্যায় সদর উপজেলার
বানিয়ারচালা কাঁঠালবাগান এলাকার নাজমুল হকের বাড়ি থেকে বেলায়েত
(৪৫) ছাড়া্ও আরও চারজনকে গ্রেপ্তার করা
হয়েছে।
গ্রেপ্তার বাকিরা হলেন-গাজীপুর
মহানগর গাছা থানার খাইলকৈর এলাকার আমান উল্লাহর ছেলে লিটন (৪৩), বানিয়ারচালা গ্রামের আব্দুল কাদিরের ছেলে ওসমান গনি (৩০), একই এলাকার জাহাঙ্গীরের ছেলে নাজমুল আলম
(৩৮) ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ডুবোরিয়া
গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শওকত আলম (৫৫)।
জয়দেবপুর থানার ওসি
মামুন আল রশিদ বলেন, নাজমুলের বাড়িতে জুয়ার আসরের খবর খবর পেয়ে সেখানে
অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ
পাঁচ জুয়ারিকে আটক করা হয়। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামও
জব্দ করা হয়।
ওসি বলেন, বেলায়েত
দীর্ঘদিন ধরে সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর চালিয়ে আসছিলেন; গ্রেপ্তার বাকিরা তার সহযোগী। এ ঘটনায় জয়দেবপুর থানায় বুধবার রাতে মামলা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর সদর
উপজেলা যুবলীগের সভাপতি মো. আমির হোসেন আমু বলেন, বেলায়েত হোসেন তার কমিটিরই সাধারণ সম্পাদক। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনেছেন। তবে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা তার জানা নেই।