নিহত যমুনা পাল (৬০) পৌর এলাকার বাবুপাড়া মহল্লার সুকুমার পালের স্ত্রী।
শোয়ার ঘর থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন জানান।
তিনি পরিবারের বরাতে বলেন, যমুনা পাল প্রতিদিনের মত বুধবার রাতে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। সাড়া না পেয়ে তারা দরজা ধাক্কা দিয়ে খোলা দেখতে পায়। ঘরের ভেতরে খাটের ওপর তার রক্তাক্ত দেহ পড়েছিল।
“তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।”
খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি বলেন, কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ খুনি ধরতে চেষ্টা
করছে।