ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুলের প্রথম জয়

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায় ফকিরেরপুল। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। টানা ছয় হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি ভিক্টোরিয়া।

একাদশ মিনিটে সাইমন দলকে এগিয়ে নেওয়ার পর পঞ্চদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিল্লন। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সবুজ। ৭২তম মিনিটে ভিক্টোরিয়াকে ব্যবধান কমানো একমাত্র গোল এনে দেন শান্ত।

দিনের অন্য ম্যাচে কাওরানবাজার প্রগতী সংঘ ও ফর্টিস একাডেমি গোলশূন্য ড্র করেছে। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কাওরানবাজার। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ফর্টিস।

পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।