ক্যাটাগরি

ডুয়েটে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অনশন

বৃহস্পতিবার সকালে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা অনশন শুরু করেন।

একই দাবিতে তারা বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মো. তুষার ওরফে সাদ বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আইপিই, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সেশন শেষ হয়ে গেছে।

গত বছরের নবেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

ডুয়েটের উপাচার্য মো. হাবিবুর রহমান

ডুয়েটের উপাচার্য মো. হাবিবুর রহমান

তিনি বলেন, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একাডেমিক সূচি অনুসারে গত ২০ জানুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়, যেখানে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সশরীরে পরীক্ষা শুরু হওয়া কথা ছিল। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক সভায় এই পরীক্ষা স্থগিত  ঘোষণা করা হয়।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের  শিক্ষার্থী হাসান তৌফিক জানান, আগামী দুই মাসের মধ্যে ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করতে না পারলে অনেকেই সরকারি চাকরিতে আবেদনের সুযোগ হারাবে।

ডুয়েটের উপাচার্য মো. হাবিবুর রহমান বলেন, অনশনরত ছাত্ররা প্রজেক্ট থিসিস শুরু করেছে। অনেকেই ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং শুরু হওয়ার কথা, সেটাও শুরু করা হয়েছে। এই সময়টা যদি প্রজেক্ট থিসিস ও ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং করে তাহলে একমাস সময় লেগে যাবে।

এই সময়ের মধ্যে যদি তারা এই কাজটা করে এবং ২৪ মে থেকে পরীক্ষা শুরু হয় তবে তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় বলে তিনি মনে করেন।

একই দাবিতে তারা বুধবার অবস্থান ধর্মঘট করেছেন। ওই অবস্থান ধর্মঘট থেকেই বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এর মধ্যে তাদের দাবি না মানা হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেন পরীক্ষার্থী হাসান তৌফিক।