ক্যাটাগরি

দিনাজপুরে আইনজীবী সমিতির সভায় মারামারি

বৃহস্পতিবার
বেলা আড়াইটার দিকে বর্তমান কমিটির সভায় সাবেক কমিটির সদস্যরা বাধা দিলে এ সংঘর্ষ
বাধে।

এতে
উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার টেবিল ছোড়াছুড়িতে কয়েকজন আহত হন। সারোয়ার বাবু
নামে একজন আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টা
ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সমিতির
সভাপতি মাজহারুল ইসলাম সরকার বলেন, সাবেক কমিটির কর্মকর্তাদের কয়েক লাখ টাকা অডিটে
দুর্নীতি ধরা পড়লে তারা অপরাধ ঢাকতে সাধারণ সভায় বাধা দিয়ে তাদের সদস্যদের মারপিট
করেছে।

অপরদিকে
সাবেক কমিটির সাধারণ সম্পাদক আমিন বলেন, সাধারণ সভা ছিল গত বুধবার। ওই দিন এক
সদস্যের মৃত্যুর কারণে সভা হয়নি। তারা নতুন করে সভা না ডেকে বুধবারের শোকসভাকে
মুলতবী সভা দেখিয়ে বৃহস্পতিবার সভা ডাকে। এ সভার প্রতিবাদ করলে তারা আমাদের উপর
হামলা করেন।

পরিস্থিতি
স্বাভাবিক রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে বিকালে সাবেক
কমিটির সদস্যরা আদালত এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।